সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় গাজীপুরের টঙ্গীতে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এরশাদনগর জাগরণী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়ার আয়োজন করা হয়।
টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহ্বায়ক এস এম সাকিল পারভেজের সঞ্চালয় ও বৃহত্তর টঙ্গী থানা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো: কামরুল ইসলাম কামু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আরিফ হোসেন হাওলাদার।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট শহীদুল ইসলাম, আব্দুল মালেক, নুরুল ইসলাম, মহানগর যুবদলের যুগ্ন-আহ্বায়ক রফিকুল ইসলাম রিপন, আমিনুর ইসলাম সুবেল, পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক, বদিউল ইসলাম বদু, আলাউদ্দিন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারী শিক্ষার প্রতি অধিক গুরুত্ব দিয়েছিলেন। তিনি (খালেদা জিয়া) প্রায়ই বলতেন একজন নারী শিক্ষিত হলে সমাজ একজন শিক্ষিত মা পাবে। যে পরিবারে মা শিক্ষিত, সে পরিবারের ছেলে মেয়েরা শিক্ষিত হবে। এমনি করে দেশ একটি শিক্ষিত জাতি পাবে।
তারা আরও বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান উত্থাপিত ৩১দফায়ও নারী শিক্ষা ও নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
দোয়া মাহফিলে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে উপস্থিত নেতাকর্মী ও প্রায় ১হাজার দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।