ভেড়ামারায় পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

এফএনএস (শাহ্ জামাল; ভেড়ামারা, কুষ্টিয়া) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ১০:১৩ এএম
ভেড়ামারায় পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময়

কুষ্টিয়ার ভেড়ামারায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থী ও তাদের উপজেলা প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও জনসাধারনের সাথে মতবিনিময় সভা করেছেন।  গতকাল শনিবার ভেড়ামারা থানা আয়োজিত ও থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে সকাল ১০ টায় থানা প্রাঙ্গণে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। যা দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চলে।সভায় স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, সুশীল সমাজের প্রতিনিধিসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়ে তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, মাদক, সন্ত্রাস,কিশোর গ্যাং, অস্ত্র ও চোরা কারবারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ আগস্ট কুষ্টিয়া থানা থেকে লুট হওয়া অস্ত্র বেশ কিছু উদ্ধার করা হয়েছে। এছাড়াও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তুলতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল গফুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য পদপ্রার্থীগণ ও তাদের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা বিএনপি'র আহ্বায়ক অ্যাডভোকেট মো: তৌহিদুল ইসলাম আলম, সদস্য সচিব মো: শাহজাহান আলী, কুষ্টিয়া জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক ডা নুরুল আমিন জসিম, ভেড়ামারা জামায়াত ইসলামের আমির মো: জালাল উদ্দিন , সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আহমেদ, এনসিপির উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী শোভন আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তপু সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্নস্তরের নেতাকর্মীগণ।  এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মোঃ হাসান ইমাম, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দেলোয়ার হোসেন, ভেড়ামারা সহকারী কমিশনার ভূমি ডাঃ গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জাহেদুর রহমান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, ভেড়ামারা থানার সেকেন্ড অফিসার এসআই খান মাইদুল ইসলাম।

আপনার জেলার সংবাদ পড়তে