শেরপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

এফএনএস (সৌরভ অধিকারী শুভ; শেরপুর, বগুড়া) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ১২:৫৮ পিএম
শেরপুরে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

বগুড়ার শেরপুরের জামালপুর গ্রামে একটি পতিত ধানের জমি থেকে রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ৮ টার দিকে ধান ব্যবসায়ী হামিদুল মণ্ডল (৫০) এর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীও সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মৃত মমতাজ মণ্ডলের ছেলে হামিদুল মণ্ডল পেশায় একজন ধান ব্যবসায়ী ছিলেন। ১০ জানুয়ারী শনিবার বিকেলে ধানের টাকা কালেকশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পেরিয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকাল সাড়ে ৮ টার গ্রামের পাশেই পতিত একটি ধানের জমিতে হামিদুল মন্ডলের লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়। শেরপুর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, লাশ উদ্ধারের সময় নিহতের গলায় রশি দিয়ে ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।  ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। ব্যবসায়িক লেনদেন সংক্রান্ত বিরোধ, টাকা-পয়সা কিংবা অন্য কোনো পূর্বশত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে