আসন্ন নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৩:৩০ পিএম
জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী কৌশল নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (১১ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই নেতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা এবং সামনে এগোনোর কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সমন্বয় ও পারস্পরিক যোগাযোগের বিষয়টিও গুরুত্ব পায়।

বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে দেওয়া এক এডমিন পোস্টে জানানো হয়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে এক বিশেষ সাক্ষাতে মিলিত হন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে মতবিনিময় করেন।

বৈঠক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আলোচনায় একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা এবং বর্তমান রাজনৈতিক বাস্তবতায় পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো খতিয়ে দেখা হয়। জামায়াত আমির ডা. শফিকুর রহমান দেশের গণতান্ত্রিক ধারা বজায় রাখতে সব রাজনৈতিক পক্ষের ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

অন্যদিকে নাহিদ ইসলাম তরুণ প্রজন্মের প্রত্যাশা ও একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে রাজনৈতিক উদ্যোগগুলো আরও সক্রিয় করার বিষয়ে তার অবস্থান ব্যাখ্যা করেন।

এর আগে শনিবার (১০ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইভার্স ইজাবসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, “১২ জানুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে।” এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে