লাল-সবুজের রক্তার্জিত পতাকা আমার, রাজাকারের বিরুদ্ধে জনযুদ্ধের হাতিয়ার-এই সেøাগানকে ধারণ করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ৮ম সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত। ৯-১০ জানুয়ারিতে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশন ও কাউন্সিল অধিবেশনে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে ২৩ সদস্যবিশিষ্ট ৮ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি তানজিমুর রহমান রাফি এবং অধিবেশন পরিচালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তাবিব মাহমুদ। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিমুল কুম্ভকার ও সহ-সভাপতি মাঈন আহমেদ। অধিবেশনের শুরুতে সাম্রাজ্যবাদ, ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সংগ্রামে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ ও তার ওপর গভীর আলোচনা-পর্যালোচনা অনুষ্ঠিত হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলমান বাণিজ্যিকীকরণ, শিক্ষা-সাম্রাজ্যবাদ, দমন-পীড়ন ও শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করা হয়। প্রগতিশীল ছাত্র আন্দোলনের আদর্শিক ভিত্তি আরও সুদৃঢ় করা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শোষণমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে সাংগঠনিক শক্তি বিস্তারের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। কাউন্সিল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলনের নেতৃত্বকে নতুন দিকনির্দেশনা ও সংগ্রামী কর্মসূচির রূপরেখা প্রদান করা হয়।