নীলফামারীতে সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৪:২০ পিএম
নীলফামারীতে সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

নীলফামারীর কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে করা হচ্ছে অনিয়ম। ঠিকাদার খোয়ার পরিবর্তে কয়লা দিয়ে দিচ্ছে সিসি ঢালাই। এ অনিয়মের প্রতিবাদে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসি।  বড়ভিটা বাজার হতে কচুকাটা পর্যন্ত ৬.৯ কিমি সড়কের সংস্কার কাজের পশ্চিমপাড়া নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা সামসুজ্জামান সামু, ওমর ফারুক, আফজাল হোসেন প্রমূখ। মানববন্ধনে তারা বলেন, মিক্সার গাড়িতে করে নিয়ে আসা পরিত্যক্ত কয়লা ও সিমেন্ট মিশ্রিত মালামাল দিয়ে ৪ ইঞ্চি সিসি ঢালাই দেয়া হচ্ছে। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন অনিয়মের প্রতিবাদ করলে চাঁদাবাজির ভয়ভীতি দেখানো হয়। রোববার এলাকাবাসির বাঁধার মুখে কান্দুরা মোড় থেকে কয়লা দিয়ে ঢালাইয়ের মালামালসহ ৩টি মিক্সার গাড়ি ফেরত নিয়ে যায়। জানা যায়, আমিনুল ও মোস্তাফিজার জেভি ঠিকাদারি প্রতিষ্ঠান ৯ কোটি ৩৫ লাখ টাকায় ওই সড়কের সংস্কার কাজ পায়। অনিয়মের কারণে এলাকাবাসির বাধার মুখে কাজ বন্ধ থাকায় ঠিকাদার ও তার লোকজনের দেখা না মেলায় তাদের বক্তব্য জানা যায়নি।  এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান জানান, ওই সড়কের কান্দুরামোড় এলাকায় কয়লা দিয়ে যে সিসি ঢালাই দেওয়া হয়েছিল তা ভেঙ্গে ফেলা হয়েছে। আর বড়ভিটা পশ্চিমপাড়া এলাকায় যে সিসি ঢালাই সড়কে হয়েছে সেটা ল্যাব টেষ্টের পর সিদ্ধান্ত দেওয়া হবে।