কুড়িগ্রামের নাগেশ্বরীতে গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত শিক্ষার্থীদের মঝে কম্বল বিতরণ করা হয়েছে। সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে গতকাল উপজেলার আশার মোড় কবিরেরভিটা তানযীমুল উম্মাহ বালিকা মাদ্রাসায় শীতবন্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও কাশীপুর ইউনিয়নের উত্তর অনন্তপুর গ্রামের বেড়াকুটি বাজারের পশ্চিমে আবাসন এলাকায় শীতার্ত মানুষের মাঝে ঢাকা সাইলেন্ট হ্যান্ডস সপোর্ট সোসাইটির উদ্যোগে প্রায় ৩ শতাধিক নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইলেন্ট হ্যান্ডস সাপোর্ট সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম, সদস্য আল সাহারিয়ার সুইট, ভাসানী, মুফতি শহিদুল ইসলাম, সাংবাদিক এম সাইফুর রহমান প্রমুখ। বিতরণকালে বক্তারা জানান, শীত মৌসুমে দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থবানরা এভাবে এগিয়ে আসলে শীতার্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমে যাবে।