কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার কম্বল বিতরণ অনুষ্ঠান

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:০৬ পিএম
কুষ্টিয়ায় ইমাম গাজ্জালী সংস্থার কম্বল বিতরণ অনুষ্ঠান

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা, কুষ্টিয়ার উদ্যোগে গরিব অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ১২:০০ টায় কুটিপাড়া মডেল মসজিদের হল রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি পয়ামে ইনসানিয়াত এর আমির প্রফেসর ডক্টর শহিদুল ইসলাম ফারুকী। ইমাম গাজ্জালীর নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ  আজিজুল হক এর সভাপতিত্বে ও মোহাম্মদ ইব্রাহিম খলিল এর পরিচালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশি ডাক্তার আজিজুম মিম মোস্তাফিজা(সুইডেন), আদিয়াত রেজা (সুইডেন), চীন থেকে আগত ইঞ্জিনিয়ার মোহাইমিনুল হক প্রণয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কিশোর বিভাগের পরিচালক সানজিদ রহমান সিয়াম। অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়। কম্বল বিতরণ শেষে সংস্থার কিশোর বিভাগ কর্তৃক ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার গ্রহণ করেন তাসিন আহমেদ ও সাকিব আহমেদ।