আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫১ পিএম | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫১ পিএম
আশাশুনিতে নিখোঁজ শিশু আলভীর

আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া শিশু আলভী নিখোঁজের ৭ দিন পরও কোন সন্ধান পাওয়া যায়নি। পরিবারের লোকজন অনেক খোজাখুঁজি, মাইকিং করেও কোন সন্ধান পায়নি।  আশাশুনি মানিকখালী গ্রামের শফিউল আলমের পুত্র আশিকুজ্জামান আলভী আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। সে গত ৫ জানুয়ারী বাড়ি থেকে অভিমান করে সবার অজান্তে উধাও হয়ে যায়। সেই থেকে সকল আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও বিভিন্ন স্থানে সন্ধান পেতে খোজাখুঁজি করে আসছেন পরিবারের সদস্যরা। সাতক্ষীরা শহরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। পত্রপত্রিকায়ও রিপোর্ট হয়েছে। দেখতে দেখতে ৭ দিন অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু আলভীর কোন খবর এখনও পরিবারের কাছে পৌছায়নি। আলভীর মা-বাবা সন্তানের খোঁজে চোখের পানি ফেলতে ফেলতে কাতর হয়ে পড়েছে। বাড়ি থেকে নিখোঁজের সময় সে জিন্সের প্যান্ট ও কিছু জামা কাপড় নিয়ে গেছে বলে জানাগেছে। শ্যামলা বর্ণের, মাঝারী দেহের অধিকারী আলভীর সন্ধান কেউ জানতে পারলে তার পিতার মোবাইল নং ০১৭২৮২৪০৮৮৩ বা মাতার মোবাইল ০১৭৫৯১৭১১৪৬ নম্বরে জানাতে অনুরোধ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে