আশাশুনিতে পূর্বশত্রুতার জেরে মারধরের অভিযোগ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫২ পিএম
আশাশুনিতে পূর্বশত্রুতার জেরে  মারধরের অভিযোগ

আশাশুনিতে পূর্ব শত্রুতার জেরে একজনকে পথে আটকে মারপিট, টাকা ছিনতাই ও হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে আগরদাড়ী গ্রামের মৃত আঃ সোবহান ঢালীর ছেলে রেজাউল ঢালী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে জানাগেছে, পারিবারিক পূর্ব শত্রুতার জেরে বিবাদী হাবাসপুর গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে খলিলুর রহমান, বাবু, শ্বেতপুর গ্রামের জহুরুল, সাজ্জাত হোসেন ও শরিফুল ইসলাম দীর্ঘদিন পথে ঘাটে বাদী পক্ষকে মারপিট মানহানি করে আসছে। ইতিপূর্বে ধরে নিয়ে হাত পা বেঁধে পোল্টি ঘরে আটক করেছিল। একাধিকবার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সালিশ সিদ্ধান্ত ও বিজ্ঞ আদালত অমান্য করেছে। গত ১০ জানুয়ারি দুপুর ১২ টায় বাদী মটর ভ্যান গাড়ী চালিয়ে বুধহাটা পৌছালে করিম মার্কেটের দক্ষিণ পার্শ্বে ওৎ পেতে থাকা বিবাদীরা তাকে ধরে নিয়ে বেধড়ক মারপিট করে, জামার পকেটে থাকা ৪৭৫০ টাকা ছিনিয়ে নেয়। গলা ২ হাত দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। বাদীর ডাকচিৎকারে বুধহাটা ষ্ট্যান্ডে গাড়ীর ড্রাইভার ও অন্যান্য লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। বিবাদীরা বাদীকে মিথ্যা মামলায় ফাঁসাবে, এমনকি তাকে জীবনে শেষ করবে বলে হুমকি প্রদর্শন করে কেটে পড়ে। বিবাদীরা যে কোন মুহুর্তে তার ভ্যান ছিনতাই সহ জানে মারতে পারে বলে শঙ্কা প্রকাশ করে বাদী তদন্ত পূর্বক যখাযথ ব্যবস্থা গ্রহনের জোর আবেদন করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে