দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৫:৫৭ পিএম
দিনাজপুরে ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন

দিনাজপুরে ৫ দিন ব্যাপী ৭ম জেলা কাব ক্যাম্পুরী উদ্বোধন করা হয়েছে।  গতকাল ১১ জানুয়ারী রবিবার বিকেল ৩ টায় দিনাজপুর গোর এ শহীদ বড় ময়দানে বাংলাদেশ স্কাউটস, দিনাজপুর জেলার আয়োজনে প্রধান অতিথি হিসেবে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক ও দিনাজপুর জেলা স্কাউটস এর সভাপতি মোঃ রফিকুল ইসলাম। জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুজ্জামান এর সভাপতিত্বে এসময় দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ এম শাহজাহান সিদ্দিক, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের সম্পাদক মোঃ আবু সাঈদ, উপ পরিচালক সত্যরঞ্জন বর্মন, সহকারি পরিচালক মোঃ সৈকত হোসেন, দিনাজপুর জেলা স্কাউটস সম্পাদক মোঃ আকরাম হোসেন, কাব ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ মোঃ মহিদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। ক্যাম্পুরীতে জেলার ১৩ টি উপজেলার ৭২ টি ইউনিটের ৫ শত ১০ জন কাব সদস্য, ৩২ রোভার স্কাউটস সদস্য, ৭২ জন ইউনিট লিডার, গ্রুপ সভাপতি, ৫৫ জন কর্মকর্তা, প্রশিক্ষকগণ অংশগ্রহন করেন।