পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করেছে। শনিবার দিবাগত মধ্য রাতে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে। পূর্ব সুন্দরবন বন বিভাগের শেলারচর থেকে অপহৃত জেলেদের মহাজন মোঃ মিজান বহদ্দার রবিবার দুপুরে মোবাইল ফোনে বলেন, শনিবার (১০ জানুয়ারী) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরারত তার জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। তার দুই জন জেলেকে দস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। বনদস্যুরা মুক্তিপণের জন্য তাদের সাথে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে গেছে। অপহৃত জেলেরা হচ্ছেন, আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়। জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতংক দেখা দিয়েছে বলে মিজান বহদ্দার জানিয়েছেন। শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তান্ডবে এখন জেলে মৎস্যজীবিরা দিশেহারা। দস্যুদের নীরবে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। দস্যুদের আগে টাকা না দিলে জেলেদের অপহরণ করছে দস্যুরা। এমন কি গত মাসে তার ৪ জন জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তার জেলেদের মুক্ত করে এনেছেন জানিয়ে ব্যবসায়ী মিঠু সুন্দরবনে দস্যু দমনে র্যাব ও কোষ্টগার্ডের অভিযান জোরদারের দাবী জানিয়েছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার আঃ সবুর টিয়ারচরে দুই জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মোঃ শরীফুল ইসলাম টিয়ারচরে জেলে অপহরণের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।