সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেবের অপসারণ দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। মানববন্ধন শেষে তারা স্মারকলিপি প্রদান করেছে। রবিবার (১১ জানুয়ারী) দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে ছাত্র প্রতিনিধি সাইদ হোসেন মানিক, মো: জুবায়ের, মোহাম্মদ রাব্বি, আবদুল হান্নান, শহিদুল ইসলাম, মিনহাজ ইদ্দিন, মোহাম্মদ রাফি, মোস্তাকিম, তামিম, সামি প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সাতকানিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার আশীষ বরণ দেব একজন আওয়ামী দোসর। তিনি একের পর এক বেপরোয়া কর্মকান্ড করেই যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠানের ব্যানারে পলাতক ফ্যাসিস্ট খুনী হাসিনার বন্দনাসুলভ শ্লোগান সম্বলিত লোগো স্থাপন করেছেন। এতে সকল দেশপ্রেমিক জনগণ আহত হয়েছেন। তারা বলেন, আশীষ বরণ দেবের মত আরো কয়েকজন আওয়ামী দোসর সাতকানিয়া উপজেলা প্রশাসনে ঘাপটি মেরে আছে। বক্তারা অবিলম্বে তাদেরকে শাস্তির আওতায় এনে দ্রুত অপসারণের দাবী জানান। মানববন্ধন শেষে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারি কাজে বাইরে থাকায় স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সামছুজ্জামান।