গফরগাঁওয়ে দিনে দুপুরে টাকাসহ ব্যাগ চুরি

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৮:০৮ পিএম
গফরগাঁওয়ে দিনে দুপুরে টাকাসহ ব্যাগ চুরি

ময়মনসিংহের গফরগাঁওয়ে দিনে দুপুরে মনোহারি দোকান থেকে টাকা ও সিগারেটসহ ব্যাগ চুরি হয়েছে। রোববার (১১ জানুয়ারী) বেলা ১২টার দিকে পৌরশহরে ব্যস্ততম সড়ক স্টেশন রোডে (রাজলক্ষ্ণীর সাথে) শঙ্কর মনিহারী দোকানে এ ঘটনা ঘটে। দোকানের মালিক শঙ্করদা জানান, রোববার বেলা ১২টার সময় নগদ ২০ হাজার টাকা ও ২৫/৩০ হাজার টাকার সিগারেটসহ একটি ব্যাগ দোকানে রেখে পাশে রাজলক্ষ্ণী  হোটেলে পানি আনতে গেলে এই সুযোগে অজ্ঞাত এক চোর ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যায়, যা সিসি ক্যামেরা ধরা পড়ে। দিনে দুপুরে এ ধরনের চুরি ঘটনায় ব্যবসায়ীমহল আতংকিত।

আপনার জেলার সংবাদ পড়তে