নীলফামারী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১,০২৫ পিচ ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম হেরোইন। যার বাজারমূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। গ্রেফতারকৃতরা হলেন সৈয়দপুর উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের খুরশিদ (৩২) ও মাহতাব আলম (৩৫)। দীর্ঘদিন ধরে তারা পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। পুলিশ জানায়, ১০ জানুয়ারি রাতে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম) এর নির্দেশে অভিযান চালানো হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ মতলুবর রহমান এতে নেতৃত্ব দেন। আভিযানিক দল প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুরশিদের বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে উল্লিখিত মাদকদ্রব্য উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়। সৈয়দপুর থানা থেকে জানানো হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।