বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ পিএম
বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া

দিনাজপুরের হাকিমপুর হিলিতে সাবেক বিএনপি চেয়ারপার্সন ও ৩ বারের সফল প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ জানুয়ারি) বিকালে হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার এর আয়োজনে পৌর শহরের ৪ নং মাঠপাড়া এলাকায় এ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপস্থিত ছিলো চোখে পড়ার মতো। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর-৬ আসনে ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেনের সহধর্মীনী ডাঃ শরিফা করিম স্বর্ণা। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক রেজা আহমেদ বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক ও সাবেক  উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার,  সহ উপজেলা ও পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে বক্তারা প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এই জন্য সবার কাছে দোয়া চেয়েছেন দলীয় নেতা-কর্মীরা।