ঈদগাঁওতে ফের মোবাইল কোর্টের অভিযান

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২৬, ১০:২৭ পিএম
ঈদগাঁওতে ফের মোবাইল কোর্টের অভিযান

কক্সবাজারের ঈদগাঁওতে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ১১ জানুয়ারি রবিবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাস স্ট্যান্ডে এ অভিযান চালানো হয়। এ সময় তের সহস্রাধিক টাকা জরিমানা করা হয়। অবৈধ পার্কিং, ড্রাইভিং লাইসেন্স না থাকা,  হেলমেট ব্যবহার না করা ইত্যাদি অপরাধে সড়ক পরিবহন আইন,২০১৮ এর বিভিন্ন ধারায় এ অর্থদন্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: কামরুল ইসলাম। এতে সহযোগিতা করেন ঈদগাঁও থানা পুলিশ। এ নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে