সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৩:১২ পিএম
সেনবাগে কুকুরের কামড়ে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু

নোয়াখালীর সেনবাগে কুকুরের কামড়ে মোঃ জাকির হোসেন (২২) নামের এক স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত  সোমবার রাত ১ টার দিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।  নিহত জাকির হোসেন সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির  পশ্চিম লালপুর গ্রামের কলআলা বাড়ির মোঃ রফিকের ছেলে ও কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সক্রিয় নেতা ছিলেন।  সোমবার সকাল ১০ টার সময় মুরহুমের লালপুর গ্রামস্থ নিজ বাড়ির দরজায় জায়নামাজ শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কাবিলপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সেক্রেটারী সামছুল হক সামু সোমবার দুপুরে পরিবারের সদস্যদের বরাদ দিয়ে জানান, মোঃ জাকির হোসেনকে এক মাস আগে একটি কুকুরে কামড় দেয়। কিন্ত সে বিষয়টি আমলে নেয়নি। এরপর রবিবার সকাল থেকে তার শরীরে বিষক্রিয়া শুরু হলে বিষয়টি জানাজানি হয়। পরিবারের লোকজন তার নিকট যেতে চাইলে সে তার নিকট কাউকে বিড়তে নিষেধ করে। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় তাকে প্রথমে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ সেখান থেকে নোয়াখালী জেনালেল হাসপাতালে নিয়ে যায়।  সেখান থেকে তাকে এ্যাম্ববুলেন্স যোগে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লায় মৃত্যু বরণ করে।  তার মৃত্যুতে পরিবার, দলীয় নেতাকর্মীসহ সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

আপনার জেলার সংবাদ পড়তে