কেশবপুরের পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, সকল ভয়ভীতি উপেক্ষা করে নারী জাগরণের মাইল ষ্টোন বেগম রোকেয়ার মতো নিজেকে গড়ে তুলতে হবে। প্রত্যেকের উচ্চ শিক্ষার আগ্রহ থাকতে হবে। দেশ গড়ার প্রত্যয় থাকতে হবে। বি আর ডিবির হিসাব রক্ষক অদ্যহিত রায়ের সঞ্চালনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বি আর ডি বি যশোরের উপ পরিচালক বি এম কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড(বিআরডিবি) কেশবপুর, যশোর এর আযোজনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প ( ইরেসপো) ২য় পর্যায় এর আওতায় পাজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কিশোরী সংঘের ১০০ ছাত্রীদের নিয়ে কিশোরীদের সচেতনামূলক প্রশিক্ষন চেকও উপকরন বিতরন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ সুখদেব রায়, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মানস কুমার হালদার। আরো উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তী। অনুষ্ঠানে ৭ জন কিশোরীর মধ্যে চেক ৮১ হাজার ৭শ ৫৯ টাকার চেক বিতরন করা হয়েছে।