সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭ পিএম
সুন্দরগঞ্জে সড়ক দূর্ঘটনায় বাইক চালকের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভায় সড়ক দূর্ঘটনায় মোটরবাইক চালক কাবিল হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার আপন ছোট ভাই হাতেম মিয়া গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর ১টার দিকে পৌরসভার মহিলা দাখিল মাদ্রাসা সংলগ্ন সড়কে। কাবিল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ি গ্রামের নজির হোসেনের ছেলে।  জানা গেছে, বেপরোয়া গতিতে বিপরীত দিক থেকে আসা অবৈধ একটি ট্র্যাক্টরের সাথে ( কাঁকড়া) ঘটনাস্থলে মোটরবাইকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলে মোটরবাইক চালক কাবিল হোসেনের মৃত্যু হয় এবং তার ভাই আহত হন। স্থানীয়রা ছুটে এসে দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ডাক্তার কাবিলকে মৃত্যু ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঁকড়া গাড়িটিকে আটক করে থানায় নিয়ে যায়। কাঁকড়া গাড়িটি উপজেলার দহবন্দ ইউনিয়নের জরমনদী গামের মমিনুল ইসলামের বলে জানা গেছে। চালক পলাতক রয়েছে। মরদেহের সুরুত রির্পোটের পর পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। থানার সেকেন্ড অফিসার এসআই মমিনুল ইসলাম বলেন, গাড়িটি থানায় আটক রয়েছে। এনিয়ে মামলার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে