অস্ত্রোপচারের পরও শিশু হুজাইফা আফনানের মাথা থেকে গুলি বের করা যায়নি। ঝুঁকি থাকায় আপাতত গুলি বের করার সিদ্ধান্ত থেকে চিকিৎসকরা সরে এসেছেন বলে জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন।তিনি বাংলানিউজকে জানান, হাসপাতালে আনার পর শিশুটির অস্ত্রোপচারকরা হয়। তবে মাথা থেকে গুলিটি বের করার সম্ভব হয়নি।তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর আগে রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টেকনাফ থেকে চমেক হাসপাতালে আনা হয় গুলিবিদ্ধ হুজাইফাকে। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার বাসিন্দা ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। সীমান্তবর্তী হোয়াইক্যং তেচ্ছাব্রীজ এলাকায় মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর ছোঁড়া গুলিতে সে আহত হয়।হুজাইফার চাচা মোহাম্ম দ এরশাদ জানান, ‘শনিবার সারারাত গোলাগুলি হয় সীমান্তের ওপারে। রোববার সকালে আমার ভাতিজি খেলতে বের হলে একটি গুলি তার মুখের পাশ দিয়ে মাথায় ঢ়ুকে যায়’।