নগরের বন্দর থানা এলাকা থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) দুপুরে আনন্দবাজার বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম জানান, বস্তার ভেতরে থাকা লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।