চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হানা

এফএনএস (রুপম ভট্টাচার্য; চট্টগ্রাম) :
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের হানা

ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটকসহ মোট ১২ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধে জড়িত ছিল বলে পুলিশ জানিয়েছে।গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. মিনহাজ (৩৪), মো. রফিক (৩৫), মো. সাকিব (২৫), মো. মিরাজ ফরাজী (২১) ও মো. রিয়াজ (৩০)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-কমিশনার (দক্ষিণ) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার নির্দেশনায়  এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জানুয়ারি রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে কোতোয়ালী থানাধীন মেরিনার্স রোডে এস আলম বাস ডিপোর বিপরীত পাশে পাকা সড়কে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ওই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।এছাড়াও একই রাতে কোতোয়ালী থানার একাধিক টিম বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে আরও সাতজন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সকল আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. আফতাব উদ্দিন।