ডুমুরিয়ার শলুয়ায় কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় ও খুলনা জেলার সদস্য সদ্য প্রয়াত লালচাঁদ বিশ্বাসের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শলুয়া বাজার চত্বরে জিয়াস উদ্দিনের সভাপতিত্বে লালচাঁদ বিশ্বাসের জীবনাদর্শের উপর আলোকপাত করে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক তাপস বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় গনতান্ত্রিক ফ্রন্ট,খুলনা জেলা সভপতি এম এম আবুল হোসেন,সহ সভাপতি, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ,খুলনা জেলা শেখ ইদ্রিস আলি,ইসহাক আলী সরদার,খাদিজা বেগম,সমীর বাড়ই,অমর মন্ডল,বিমলকৃষ্ণ বৈরাগী,প্রয়াত লালচাঁদ বিশ্বাসের পুত্র তুষার কান্তি বিশ্বাস।অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক নিবিড় কান্তি বিশ্বাস।