দরগাহপুর জামায়াত আমীরের মায়ের দাফন সম্পন্ন

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
দরগাহপুর জামায়াত আমীরের মায়ের দাফন সম্পন্ন

জামায়াতে ইসলামী দরগাহপুর ইউনিয়ন আমীর প্রফেসর আব্দুল গনির মা ছিরিয়া বেগম (৯৫) এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) বাদ জোহর জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। জানাযা নামাজে বক্তব্য রাখেন জেলা জামায়াত আমীর উপাধ্যাক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান, উপজেলা আমীর আবু মুসা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আবছার মুরতাজা। জানাযা নামাজে ইমামতি করেন মরহুমার পুত্র প্রফেসর আব্দুল গনি। মরহুমার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন আশাশুনি কালিগঞ্জ আসনের এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার এবং জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।