আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারী) দুপুরে এ তদন্ত অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাতক্ষীরা বড়দল ইউনিয়ন পরিষদেন প্রশাসনিক কর্মকর্তা ও আর্থিক ক্ষমতা সহকারী প্রোগ্রামার, উপজেলা আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাহকে প্রদান করেন। এতে সংক্ষুব্ধ হয়ে প্যানেল চেয়ারম্যান-১ আফজাল হোসেন বাদী হয়ে মহামান্য হাইকোর্ট বিভাগে ১৪৮০৯/২৪ নং রীট পিটিশন দায়ের করেন। রীট পিটিশনের আদেশ অনুযায়ী বিভাগীয় কমিশনার খুলনার নির্দেশনা অনুযায়ী অতিঃ বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক সোমবার (১২ জানুয়ারী) সরেজমিন তদন্তে আসেন। ইউনিয়ন পরিষদে গোপন তদন্তকালে পরিষদের সকল সদস্য, গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন ব্যক্তিবর্গের লিখিত ও মৌখিক জবানবন্ধি গ্রহন করা হয়। অপর পক্ষে প্রশাসনিক কর্মকর্তার লিখিত বক্তব্যো নেওয়া হয়।