শ্রীউলায় ভিজিডব্লিউ উপকারভোগীদের নিয়ে নারী সমাবেশ

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৬:৫৮ পিএম
শ্রীউলায় ভিজিডব্লিউ উপকারভোগীদের নিয়ে নারী সমাবেশ

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে ভিজিডব্লিউ উপকারভোগী নারীদের অংশগ্রহণে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় নাকতাড়া কালীবাড়ি বাজারে ইউপি কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিতকরণ ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইদুল ইসলাম। ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াছিন আরাফাত  ও শাহনাজ পারভীন।