সিলেটে বিএনপির পুরনো বিভাজন ফের প্রকাশ্যে

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:০০ পিএম
সিলেটে বিএনপির পুরনো বিভাজন ফের প্রকাশ্যে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও সিলেট বিভাগে তা বাস্তবায়ন নিয়ে বিএনপির ভেতরের পুরনো বিভাজন আবার প্রকাশ্যে এসেছে। যেসব আসন শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে, সেসব এলাকাতেই বিএনপির একাধিক প্রভাবশালী নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। এতে দলীয় কৌশল বাস্তবায়নে চাপের মুখে পড়েছে কেন্দ্রীয় নেতৃত্ব। মাঠপর্যায়ের নেতারা চান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের আগেই এই সংকটের সমাধান হোক, নইলে বড় সমাবেশে বিভক্তির চিত্র ফুটে উঠতে পারে। এই পরিস্থিতিতে বিদ্রোহী প্রার্থীদের তালিকা করে গুলশানে ধারাবাহিক বৈঠক করছে বিএনপি। হবিগঞ্জ-১ আসনের নেতা শেখ সুজাত মিয়াকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানানো হলেও তিনি রাজি হননি। একইভাবে সুনামগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান চৌধুরীও ভোটারদের দায়বদ্ধতার কথা বলে প্রার্থিতা প্রত্যাহার করেননি। সিলেট বিভাগে তিনটি আসনে বিকল্প প্রার্থীও রেখেছে বিএনপি, যার মধ্যে রয়েছেন ফয়সল আহমদ চৌধুরী, কামরুজ্জামান কামরুল ও তাহির রায়হান চৌধুরী পাভেল। হবিগঞ্জ-১ আসনে ড. রেজা কিবরিয়ার বিপরীতে শেখ সুজাত মিয়ার অবস্থান নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে। অন্যদিকে সিলেট-৫ আসনে শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী থাকলেও বিএনপি নেতা মামুনুর রশীদ মামুন স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শরিকদের সঙ্গে সমঝোতা ও দলীয় শৃঙ্খলা-এই দুই চ্যালেঞ্জ সামলানোই এখন বিএনপির বড় পরীক্ষা। এমন অবস্থায় আগামী ২১ জানুয়ারি তারেক রহমানের সিলেট সফরকে ঘিরে দৃষ্টি সবার। তিনি ২২ জানুয়ারি মাজার জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে জনসভায় বক্তব্য দেবেন। এর মধ্যেই ইসির আপিলে সিলেট বিভাগের আরও তিনজন প্রার্থীর মনোনয়ন বৈধ হওয়ায় প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়ছে। চেয়ারম্যানের সফরের আগে দলীয় বিভাজন কতটা নিয়ন্ত্রণে আনা যায়, সেটিই এখন সিলেট বিএনপির বড় চ্যালেঞ্জ।

আপনার জেলার সংবাদ পড়তে