কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইয়াবা সহ এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।
সোমবার বিকালে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের সোনাতলি গ্রাম থেকে আঃ জলিল (৪৫) কে আটক করে। তার বাড়িতে অভিযান চালিয়ে ২৭২পিস ইয়াবা সহ তাকে আটক করা হয়। আঃ জলিল ঐ গ্রামের মজিবর রহমানের ছেলে। এব্যাপারে কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বাদী হয়ে ভূরুঙ্গামারী থানায় মাদক মামলা দায়ের করে।
কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নাসের মোঃ কাজী নুরুন্নবী বলেন, মাদকের অভিযান অব্যাহত থাকবে।