রাজারহাটে জিএমবি ইটভাটার মালিকের জরিমানা

এফএনএস (প্রহলাদ মণ্ডল সৈকত; রাজারহাট, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:০৮ পিএম
রাজারহাটে জিএমবি ইটভাটার মালিকের জরিমানা

কুড়িগ্রামের রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নিয়ে যাওয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফার  ৪লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  সোমবার(১২ জানুয়ারী) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের নলকাটা মৌজার ৬নং ওয়ার্ডে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করা হয়।   পুলিশ ও এলাকাবাসীরা জানান, ওই ওয়ার্ডে কৃষি জমির উপরিভাগের মাটি বেশ কিছুদিন ধরে জিএমবি ইটভাটার মালিক গোলাম মোস্তফা ট্রাক্টর ও এক্সকেভেটর মেশিন দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল। সোমবার(১২ জানুয়ারি) দুপুরে খবর পেয়ে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী পুলিশের সহযোগীতায় ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১লাখ ৮০ হাজার কিউবিকফিট কৃষিজমির মাটি ইট ভাটার জন্য কর্তন করার অপরাধে ৭টি ট্রাক্টর ও ১টি এক্সকেভেটর জিম্মায় নিয়ে ওই ইট ভাটার সুপারভাইজার আব্দুর রহমানকে আটক করে। পরে কুড়িগ্রাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহবুব সোবহানী ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে   ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ১৫(১) খ মোতাবেক ৪ লাখ টাকা জরিমানা আদায় করে। এসময় এক্সকেভেটর ও ট্রাক্টরসহ সুপারভাইজার আব্দুর রহমানকে ইউপি চেয়ারম্যান মোঃ আহসানুল কবির (আদিল) এর জিম্মায় ফেরত দেয়া হয় বলে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে