কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা সদরের বজরের খামার গ্রাম থেকে শাহিন আলম (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এ সময় ওই মাদক ব্যবসায়ীর নিজ বাড়িতে সংরক্ষিত ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ভারত সীমান্ত থেকে গাঁজাগুলো এনে বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানোর জন্য নিজ বাড়িতে সংরক্ষিত করে রাখার সময় জেলা পুলিশের চৌকস টিম গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহিন আলম বজরের খামার গ্রামের সাজেদুল হকের ছেলে বলে জানা গেছে। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। জানা গেছে, সোমবার (১২ জানুয়ারি) গভীর রাত পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা পুলিশ ও ফুলবাড়ী থানা পুলিশের সদস্যরা ফুলবাড়ী উপজেলা সদরের বজরের খামার গ্রামে মাদক ব্যবসায়ী শাহিন আলমের বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় বিশেষ প্রক্রীয়াজাতকৃত ৬ টি পোটলা থেকে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী শাহিন আলমকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গুলোর মূল্য কয়েক লাখ টাকা বলে জানা গেছে। এ ব্যাপারে কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান ফুলবাড়ী উপজেলা থেকে ৩২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।