বরাদ্দের ৫০ ভাগ এমপিরা পকেটে রাখেন: রুমিন ফারহানা

এফএনএস অনলাইন:
| আপডেট: ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:৫৫ পিএম | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম
বরাদ্দের ৫০ ভাগ এমপিরা পকেটে রাখেন: রুমিন ফারহানা

সরকারি বরাদ্দের ৫০ শতাংশ সংসদ সদস্যরা নিজেদের পকেটে ভরেন, ২৫ ভাগ নেয় তাদের সহযোগীরা, ২০ ভাগ ঠিকাদারদের পকেটে যায় আর কাজের জন্য অবশিষ্ট থাকে মাত্র ৫ ভাগ। এই ৫ ভাগ দিয়ে কোনো এলাকার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর আংশিক)আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

আজ (১২ জানুয়ারি )বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,এমপি যদি সৎ হয়, তাহলে সরকারি বা বেসরকারি কোনো কাজেই চুরি হয় না। সরকারি দল হোক বা স্বতন্ত্র-সব এমপির বরাদ্দ সমান। চুরির মূল কারণ এমপির অসততা। এমপি সৎ হলে কোনো ঠিকাদারের বাপেরও সাধ্য নেই টাকা আত্মসাৎ করার।

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের ও গ্রামের অর্থনীতির চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্সেই পরিবার, বাজার ও উন্নয়ন সচল থাকে। প্রবাসীদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা দেওয়া একজন এমপির নৈতিক দায়িত্ব।

বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন রুমিন ফারহানা। একই আসনে বিএনপি জোটের প্রার্থী হয়েছেন, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা জুনায়েদ আল হাবিব।