বিরলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬, ০৮:২১ পিএম
বিরলে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে জরিমানা

বিরলে ড্রেজার মেশিন দিয়ে রানীপুর স্লুইচগেট সংলগ্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (১২ জানুয়ারি) বিকালে অর্থ দণ্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। উপজেলা ভূমি অফিস জানায়, উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের রানীপুর গ্রামের রফিকুল ইসলাম (৫৫) পূণর্ভবা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ সরজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোনের অপরাধে রফিকুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এ সময় ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসীন আলী, বিরল থানার চৌকস পুলিশ ফোর্স'সহ ০৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ (মহল্লাদার)গণ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহায়তা করেন। স্থানীয় বাসিন্দারা জানান, পূণর্ভবা নদীতে বিভিন্নস্থানে প্রায়ই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে প্রভাবশালীরা। নিয়মিত তদারকি করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে চিরতরে এ অবৈধ কাজ বন্ধ করা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে