নীলফামারীর কিশোরগঞ্জে অনৈতিক কার্যক্রমের দায়ে হ্যাপি প্যালেস মিনি পার্ক সীলগালা করা হয়েছে। সেই সাথে পার্ক মালিকের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। এটি ঘটেছে কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নে। ১২ জানুয়ারি ওই হ্যাপি প্যালেস মিনি পার্কে অভিযান চালিয়ে ছিলগালা ও জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সূত্র জানায় অনুমোদনহীন হ্যাপি প্যালেস মিনি পার্কের নামে অনৈতিক কার্যক্রম পরিচালনা করা হয়। এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। এ সময় সত্যতা পেলে পার্কের মালিক ওয়াজেদুর রহমানের ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সিলগালা করা হয় পার্কটি। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আঞ্জুম সোহানিয়া। উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লুৎফর রহমান,এস আই কাজী রিপন।