সমুদ্র অর্থনীতি ব্যবহারের রূপরেখা আগামী সরকারকে দিতে চান বিডা চেয়ারম্যান

এফএনএস অনলাইন: | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ১১:৫১ এএম
সমুদ্র অর্থনীতি ব্যবহারের রূপরেখা আগামী সরকারকে দিতে চান বিডা চেয়ারম্যান
ছবি, সংগৃহিত

সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ, এনার্জিসহ যে অপার সম্ভাবনা রয়েছে তার সুষ্ঠু ব্যবহারের জন্য পরবর্তী সরকারকে রূপরেখা দিয়ে যেতে চান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

তিনি মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে বিডা আয়োজিত সংলাপে যোগ দিয়ে বললেন, বাংলাদেশ এখনও সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে পুরোপুরি বিবেচনা করতে পারেনি। অথচ ভূমির তুলনায় ১০ ভাগেরও কম পরিকল্পনা নিয়ে এটি অর্থনীতিতে বিশাল প্রবৃদ্ধি আনতে পারে।

আশিক মাহমুদ জানান, “সমুদ্র অর্থনীতিতে মৎস্য সম্পদ, এনার্জিসহ যে অপার সম্ভাবনা রয়েছে তার সুষ্ঠু ব্যবহারের জন্য পরবর্তী সরকারকে রূপরেখা দিয়ে যেতে চান। উপসাগরীয় অঞ্চলে জনজীবনের নিরাপত্তা, পরিবেশগত উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এবং বৃহত্তর অঞ্চল কীভাবে দায়িত্বশীলভাবে সামুদ্রিক সম্পদ ব্যবহার করতে পারে সে ব্যাপারে সমন্বিত উদ্যোগ নিতে হবে।”

সমুদ্রকে অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডের উৎস হিসেবে স্বীকৃতি দিতে 'উত্তর-পূর্ব ভারত মহাসাগরীয় আঞ্চলিক সংলাপে' জাপান, মালদ্বীপসহ ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্র-সিডস'র প্রতিনিধিরা অংশ নেন। অনুষ্ঠানে জানানো হয়, ভারত মহাসাগরীয় অঞ্চলে ৩৩ টি জাতির অন্তত ২ দশমিক ৯ মিলিয়ন মানুষ বাস করে। টেকসই নীল অর্থনীতির মাধ্যমে জীববৈচিত্র্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা করা সম্ভব।

আপনার জেলার সংবাদ পড়তে