আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের সড়ক নির্মাণ

এফএনএস (ফুলবাড়ী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০১:০৮ পিএম
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফের সড়ক নির্মাণ

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও অমান্য করে ১৫০ গজের ভিতরে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফের সড়ক নির্মাণের চেষ্টায় সীমান্তে উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বিএসএফ। এই সৃষ্ট ঘটনায় এবার বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  সোমবার বিকালে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশাকোটাল সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৩৪ এর কাছে। ৩০ মিনিটের এই পতাকা বৈঠকে বালাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম। অপরদিকে ভারতের বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৩ বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার কে, কে রাও। এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মেহেদী ইমাম স্থানীয় সাংবাদিকদের জানান, সীমান্তের আন্তর্জাতিক আইন অমান্য করে নতুন রাস্তা করার কোনো নিয়ম নেই। আমরা পতাকা বৈঠকে এর কড়া প্রতিবাদ জানিয়েছি। বিএসএফ বলেছে তারা পুরনো রাস্তা সংস্কার করছেন। বিএসএফ রাস্তা সংস্কার করছে না নির্মাণ করছে তা আমরা পরিদর্শন করে দেখতে চাই। এজন্য বিএসএফ আমাদের একটি চিঠি দিবেন। সে মোতাবেক আমাদের যৌথ টিম রাস্তা সংস্কারের বিষয়টি সার্ভে করবো। জানা গেছে, খলিশাকোঠাল সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩৪ এর সাব পিলার ১ নং থেকে ৯৩৪ এর পিলারের সাব পিলার নং ১১ পর্যন্ত ১ কিলোমিটার দীর্ঘ লম্বা সড়ক রয়েছে। এই সড়কটি ভারত অভ্যন্তরে ভারতীয় কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার করলা এলাকা হয়ে কুর্শাহাট-টু-দিনহাটা যাতায়াতের সড়ক।এই সড়কটির প্রায় ১ কিলোমিটার জুড়ে বাংলাদেশ সীমান্তের নোম্যান্সল্যান্ড কোথাও ৭০ গজ, কোথাও ৬০ গজ আবার কোথাও ৫০ গজ দুরুত্বে। ফলে পুরো ১ কিলোমিটার এই সড়কটি আন্তর্জাতিক আইনের ১৫০ গজের ভিতরের মধ্যে থাকায় এই সড়কটি নিয়ে বিজিবি-বিএসএফের মধ্যে প্রায় ঝামেলার সৃষ্টি করে। এই সড়কটিতে প্রায়ই কাঁটাতারে নির্মাণের চেষ্টা চালায় বিএসএফ। কিন্তু আন্তর্জাতিক আইনে ১৫০ গজের বাইরে সড়কটি না থাকায় বিজিবি যৌত্তিক আপত্তি তুলে ধরলে বিএসএফ পিছু হটে। এবারও আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসফ ওই ১ কিলোমিটার সড়কের পাশে আরেকটি নতুন সড়ক নির্মাণ কাজ শুরু করলে বিজিবি আপত্তি জানায়। বিজিবি সড়ক নির্মাণ বন্ধ রাখার আপত্তি জানালেও বিজিবি কর্নপাত না করে আন্তর্জাতিক আইন অমান্য করে সড়ক নির্মাণ কাজ চালিয়ে যায়। এ নিয়ে এক সপ্তাহ জুড়ে সীমান্তে একটি উত্তেজনার সৃষ্টি হয়। এরপর বিজিবি-বিএসএফের মধ্যে দফায় দফায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এই সৃষ্ট ঘটনায় সোমবার বিজিবি-বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি আন্তর্জজাতিক আইনে ১৫০ গজের ভিতরে নতুন কোনো সড়ক বা স্থাপনা নির্মাণের সুযোগ নেই বলে বিএসএফকে কড়া প্রতিবাদ জানায়। এতে বিএসএফ জানায় তারা নতুন সড়ক নির্মাণ করবেনা। পুরনো সড়ক সংস্কার করতে চায় বলে বিজিবি জানায়।