পাহাড়ে শিক্ষার বাতিঘর সুলতান মাস্টার, পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

এফএনএস (সাকিব মামুন; লংগদু ও বাঘাইছড়ি, রাঙ্গামাটি) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০২:৩৩ পিএম
পাহাড়ে শিক্ষার বাতিঘর সুলতান মাস্টার, পেলেন শ্রেষ্ঠত্বের স্বীকৃতি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে শিক্ষাক্ষেত্রে ব্যতিক্রমধর্মী অবদান ও ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরূপ পাহাড়ি জেলা রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি রশিদ সরকার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. সুলতান আহমেদ জেলা পর্যায়ে “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক-২০২৬”নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি ৬ষ্ঠ বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এর আগেও সুলতান আহমেদ ২০১৬, ২০১৮, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে রাঙামাটি জেলা পর্যায়ে ৫ বার “শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক”নির্বাচিত হয়ে জেলার শিক্ষা অঙ্গনে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন। চলতি বছরও তাঁর নাম জেলা পর্যায়ের চূড়ান্ত বাছাই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জানা গেছে, ১২ জানুয়ারি জেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচনের বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দীর্ঘ শিক্ষকতা জীবনে মো. সুলতান আহমেদ পাঠদানে সৃজনশীলতা, শিক্ষার্থীদের প্রতি নিবেদন, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে সুনাম অর্জন করেছেন। পাঠদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গঠনে তাঁর ভূমিকা প্রশংসিত হচ্ছে। স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, সুলতান আহমেদের এই অর্জন শুধু ব্যক্তিগত সম্মাননা নয়; এটি পাহাড়ি জনপদের শিক্ষার অগ্রযাত্রার প্রতীক। তাঁর ধারাবাহিক সাফল্য নতুন প্রজন্মের শিক্ষকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় সুলতান আহমেদ বলেন, “আলহামদুলিল্লাহ। এই স্বীকৃতি আমাকে আরও দায়বদ্ধ করেছে। শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই দায়িত্ব নিয়ে কাজ করে যেতে চাই।” শিক্ষকতারা পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী মানবিক সংগঠনের সাথে কাজ করে যাচ্ছেন।

আপনার জেলার সংবাদ পড়তে