সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার কচাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আয়োজনে শৌলমারী এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দোয়া মোনাজাত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলের সাবেক সদস্য ও কুড়িগ্রাম-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাইফুর রহমান রানার সহধর্মিনী শামিমা রহমান আপন, বিশেষ অতিথি ভূরুঙ্গামারী উপজেলা মহিলা দলের সভাপতি রোজা, কেদার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান তোলা ব্যাপারী, কাচাকাটা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য উকিল আমিন, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আতিকুর রহমান আতিকসহ অনেকে।