আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থীদের এখনো ভোট প্রার্থনা বা ক্যাম্পেইন শুরু হয়নি। তবে ক্যাম্পেইন শুরু হয়েছে গণভোটের। চাটমোহরে পৌর শহর থেকে একেবারে গ্রাম পর্যন্ত চলছে গণভোটের ব্যাপক ক্যাম্পেইন। এতে “হ্যাঁ” ভোটের পক্ষে সরকারের পক্ষ থেকে চলছে ব্যাপক প্রচারণা। হ্যাঁ ভোটের পক্ষে জনমত গড়ে তোলা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তথ্যমতে,গত ৭ জানুয়ারি থেকে চলছে এই ক্যাম্পেইন। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। “দেশের চাবি আপনার হাতে” এই শ্লোগানে গ্রামে গ্রামে মাইকিং,ভিডিও প্রচার,বিলবোর্ড স্থাপন,মসজিদে জুমার নামাজের পর মুসুল্লিদের গণভোট সম্পর্কে জানানো,লিফলেট বিতরণ,উঠান বৈঠক,মতবিনিময় সভা,সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানাভাবে ক্যাম্পেইন করা হচ্ছে। এই ক্যাম্পেইনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় সরকারের সব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,প্রশাসক ও সদস্য,পৌরসভার প্রশাসকের পক্ষে পৌর কর্মচারিরা প্রতিটি ওয়ার্ডে সাধারণ ভোটারদের গণভোটের হ্যাঁ-না সম্পর্কে ধারনা দিচ্ছে। চাটমোহর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে এখনো গণভোটের বিষয়ে সাধারণ ভোটারদের মধ্যে স্বচ্ছ ধারনা তৈরি হয়নি। গত সোমবার (১২ জানুয়ারি) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের গণভোটের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহেল রানা। এ বিষয়ে উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মতিয়ার রহমান বলেন,আমরা সরকারি নির্দেশনা মোতাবেক গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কর্মসূচি পালন করছি। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন,‘সরকারের নির্দেশক্রমে রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে উপজেলার প্রতিটি ইউনিয়নে ও পৌরসভায় নানা কর্মসূচি পালন করছি। বিলবোর্ড টাঙানো হয়েছে। উঠান বৈঠক,মাইকিং,মতবিনিময়সহ নানা কার্যক্রম চলমান রয়েছে। গণভোট সম্পর্কে মানুষ অনেকটা সচেতন হয়েছে।