চাটমোহর সরকারি কলেজে এবং পুকুর ইজারার খোলাডাক

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:১০ পিএম
চাটমোহর সরকারি কলেজে এবং পুকুর ইজারার খোলাডাক

চাটমোহর সরকারি কলেজের ২৮টি দোকান এবং একটি পুকুর ইজারার জন্য প্রকাশ্যে খোলাডাক অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় কলেজ মাঠে এই ডাক অনুষ্ঠিত হয়েছে। দোকান ইজারা নিতে খোলা ডাকে এলাকার দুই শতাধিক ব্যবসায়ী অংশ নেন। নিদিষ্ট কিছু শর্ত এবং সরকারি বিধি- বিধানের মাধ্যমে শতভাগ স্বচ্ছতায় ডাক কার্যক্রম সম্পন্ন হয়। দোকানসমূহের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় মাসিক ৩ হাজার ৫০০ টাকা। সর্বোচ্চ দরদাতার অনুকূলে শর্তপূরণ সাপেক্ষে বরাদ্দর অনুমোদন দেওয়া হয়। অপরদিকে পুকুরটির ইজারামূল্য প্রতি বছর ৮০ হাজার টাকা নির্ধারণ করে তিন বছর মেয়াদে ইজারা প্রদানের জন্য ডাকে তোলা হয়। খোলা ডাক ও ইজারা সমন্বয় করেন কলেজের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এসময় শিক্ষকমন্ডলী,ব্যবসায়ী,সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে