চিরিরবন্দরে অজ্ঞাত দুই যুবকের মরদেহের পরিচয় সনাক্ত

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৯ পিএম
চিরিরবন্দরে অজ্ঞাত দুই যুবকের মরদেহের পরিচয় সনাক্ত

দিনাজপুরের চিরিরবন্দরে আত্রাই নদী হতে অজ্ঞাত ২ যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে। গতকাল ১৩ জানুয়ারী মঙ্গলবার সকালে তাদের পরিচয় প্রকাশ করেছেন  থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ আহসান হাবীব। এসময় তিনি জানান, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে বর্তমান পর্যন্ত হত্যার কোন কারন জানা যায়নি। তদন্ত চলছে। বিভিন্ন সংস্থাও ছায়া তদন্ত করছে। খুব দ্রুত সময়ের মধ্যেই রহস্য উদঘাটন করা হবে। থানা সুত্রে জানা গেছে, অজ্ঞাত মরদেহের দুই যুবক হল দিনাজপুর সদর উপজেলার বনতাড়া গুচ্ছগ্রাম ও ৭ নং নিউ টাউন ফুলবাড়ি বাসস্ট্যান্ড এলাকার সাইদুল ইসলামের ছেলে মোঃ রাসেল মিয়া (২৫) এবং একই উপজেলার নিমনগর দক্ষিণ বালুবাড়ি লাইনপাড় এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে আল আমিন (২৮)।উল্লেখ্য গত ১২ জানুয়ারী সোমবার বেলা ১১ টায় উক্ত দুই যুবকের মরদেহ উপজেলার দল্লা বানিয়াখাড়ী এলাকায় আত্রাই নদী থেকে উদ্ধার করা হয়।