পাবনার সুজানগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেড’র বার্ষিক সাধারণ সভা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ওইদিন সকাল ১১টায় জাতীয় এবং সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে উক্ত সভার সূচনা করা হয়। এর পর কেন্দ্রীয় সমবায় সমিতির বিভিন্ন কার্যক্রম নিয়ে এক আলোচনা সভা সমিতির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা পল্লী উন্নয়ন বোর্ডের উপপরিচালক মোঃ খাদেমুল বাশার। উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন উক্ত সমিতির পরিচালক মোঃ ফরিদ হোসেন, সমবায়ী মোঃ আবু তাহের খান, মোঃ আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলী বিশ্বাস।