পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:১৬ পিএম
পোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটক

নওগাঁর পোরশায় ওয়ারেন্টমুলে একই পরিবারের এক নারী সহ ৪ জন ও অপর ৩ জন সহ ৭ আসামীকে আটক করেছে থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে তাদের নিতপুর চকবিষ্ণপুর ও গোপালপুর এলাকা থেকে পৃথক-পৃথকভাবে আটক করা হয়। আটকৃতরা হলেন চকবিষ্ণপুর গ্রামের মৃত জোহাক আলীর ছেলে আব্দুল হাই, আব্দুল হাইয়ের স্ত্রী ওয়াজেফা বেগম, তার দুই ছেলে এমদাদুল হক ও আহসান হাবিব, গোপালপুর গ্রামের মৃত কাবের মোল্লার ছেলে লতিফুর রহমান, হাবিবুর রহমান ও সইবুর রহমান। তাদের সকলের বিরুদ্ধে কোর্টে মামলা রয়েছে বলে  জানাগেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান। মঙ্গলবার তাদের জেল হাজতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আপনার জেলার সংবাদ পড়তে