জয়পুরহাটে লতিরাজকে জিআই পণ্য ঘোষণা করায় ক্ষুব্ধ, স্মারকলিপি প্রদান

এফএনএস (মোঃ আব্দুল হাই; পাঁচবিবি, জয়পুর হাট) : | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৫:২৬ পিএম
জয়পুরহাটে লতিরাজকে জিআই পণ্য ঘোষণা করায় ক্ষুব্ধ, স্মারকলিপি প্রদান

পাঁচবিবির ঐতিহ্যবাহী কৃষিজপণ্য লতিরাজ কচুকে (যার পাঁচবিবিতেই জন্ম এবং উৎপাদন) জয়পুরহাটের জিআই পণ্য ঘোষণা করায় ক্ষুব্ধ পাঁচবিবিবাসী, পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জয়পুরহাট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে। দুপুর ১২.৩০ টায় পাঁচবিবির সচেতন মহলের শতাধিক জনতার একটি দল পাঁচবিবির উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর হাতে  এ স্মারকলিপি তুলে দেন। এ সময় স্মারকলিপি প্রদানকারী দলের প্রতিনিধি অধ্যাপক শাহজাহান আলী  বলেন " লতিরাজ কচুর জন্ম পাঁচবিবিতে, রপ্তানি পণ্য হিসেবে বানিজ্যিক ভাবে উৎপাদন ও হয় এই পাঁচবিবিতে। চলতি মৌসুমে আড়াই হাজার হেক্টর জমিতে প্রায় ৫০ হাজার মেট্রিক টন লতিরাজ উৎপাদন হয়েছে,  যা পাঁচবিবির অর্থনীতিকে চাংগা রাখতে সাহায্য করছে। কাজেই সংশোধনের মাধ্যমে  লতিরাজকে পাঁচবিবির জিআই পণ্য  হিসাবে ঘোষনা করার দাবি জানাচ্ছি "

আপনার জেলার সংবাদ পড়তে