নওগাঁর মান্দায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বিজয়পুরে অবস্থিত সিসিডিবি মান্দা শাখা কার্যালয়ে এ কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক পিএলসি, মান্দা শাখার ব্যবস্থাপক নাজিম উদ্দিন। সিসিডিবি মান্দা শাখার ব্যবস্থাপক বিদ্যুৎ কুমারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন সিসিডিবির এলাকা সমন্বয়কারী আতিকুর রহমান চৌধুরী, এরিয়া ম্যানেজার (সিপিআরপি) হিউবাট বাড়ৈ, হিসাবরক্ষক আব্দুর কাদের জিলানী, মাঠ সংগঠক মোস্তাক আহমেদ, জিয়াউর রহমান, হাফসা খাতুন ও উত্তম কুমার, সীডকর্মী জনি ইসলাম এবং ভগিরত তাঁতি। বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা প্রয়োজন। সিসিডিবি নিয়মিতভাবে মানবিক ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠান শেষে ১২৫ জন শীতার্ত নারী ও পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।