মাধবপুরে ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৬:৪০ পিএম
মাধবপুরে ভারতীয় কসমেটিকস ও শাড়ী জব্দ

হবিগঞ্জের মাধবপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে অভিনব কৌশলে বালুবাহী ট্রাকের নিচে লুকিয়ে রাখা প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস ও শাড়ী জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নেয়। সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ওই এলাকায় গভীর রাতে একটি বালুবাহী ট্রাক সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে বিজিবি সদস্যরা ট্রাকটিকে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে বালুর নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও শাড়ী উদ্ধার করা হয়। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ ভারতীয় পণ্য ও জব্দকৃত ট্রাকের মোট সিজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এসব পণ্য অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশের অভ্যন্তরে প্রবেশ করানো হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও জানান, জব্দকৃত ভারতীয় কসমেটিকস, শাড়ী ও ট্রাক আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরাচালানের সঙ্গে জড়িত সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।