আশাশুনি উপজেলার গুনাকরকাটি (ছালেমপুর)-এ হযরত গওছুল আযম দেহলবী নকশাবন্দী মুজাদ্দেদী (রঃ)-এর ১০৩তম ওরস শরীফ ও হযরত গওছুল আযম খুন্নবী নকশাবন্দী মুজাদ্দেদী (রঃ)-এর ফাতেহা শরীফ বুধবার (১৪ জানুয়ারি) শুরু হবে। খানকাহ শরীফ, নকশাবন্দীয়া মুজাদ্দেদীয়া খায়রীয়া আজিজীয়ায় গুনাকরকাটি (ছালেমপুর)তে অংশ নিতে আলহাজ্ব হযরত শাহ আবু নসর আনাস ফারুকী (মাঃজিঃ) দিল্লী ভারত থেকে খানকা শরীফে তাসরীফ এনেছেন। দেশ বিদেশের বহু ভক্ত-মুরীদও আসতে শুরু করেছেন। বুধবার থেকে ওরশ মহা ধুমধামের সাথে শুরু হবে। ইতিমধ্যে অসংখ্য দোকান পাট বসেছে। ওরশ শান্তিপূর্ণ ভাবে সম্পন্নের লক্ষ্যে ভলেন্টিয়ার দল ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নিয়েছে।