আশাশুনি সদর ইউনিয়ন জামায়াতের মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) বিকাল ৪ টায় উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ'র সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ আব্দুল হাই এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু। অন্যদের মধ্যে ওয়ার্ড সভাপতি আব্দুল আজিজ, আবুল কাশেম সানা, মেম্বর সিরাজুল ইসলাম, ইদ্রিস আলী, মুর্তাজুল হক মুর্তাজা, শাহিনুল ইসলাম, রবিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকে মাসিক রিপোর্ট পর্যালোচনা, ২২ জানুয়ারী থেকে এমপি প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের পক্ষে মাঠে ময়দানে ব্যাপকভাবে কাজ করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।