কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৫ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩৪ পিএম
কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়ায় মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।  ১৩ ই জানুয়ারি সকাল ১১ টায় কচুয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলী হাসান এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়।  সভায় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ হায়দার, কচুয়া থানার সিনিয়র সাব-ইন্সপেক্টর জামিনুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রধান। আইন-শৃঙ্খলা সভায় জ্বালানি গ্যাসের ন্যায্য মূল্য নিশ্চিত, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত, সড়ক দুর্ঘটনা কমানোয় করনীয়, বিদ্যুৎ চুরি প্রতিরোধ সহ বিভিন্ন সমস্যা চিহ্নিত করে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হয়। 


আপনার জেলার সংবাদ পড়তে