মহাদেবপুরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

এফএনএস (মোঃ আতাউর রহমান; পত্নীতলা, নওগাঁ) :
| আপডেট: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম | প্রকাশ: ১৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৪ পিএম
মহাদেবপুরে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ

নওগাঁর মহাদেবপুর মঙ্গলবার শীত পিড়ীত দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন স্থানীয় যুব ফোরামের সদস্যরা। হাঁড় কাপানো শীতের উপলদ্ধি থেকে নিজেরা চাঁদা তুলে দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে মহাদেবপুর মধ্য বাজার এলাকার ষাটোর্ধ প্রবীণ নারী মদিনা বেওয়া এবং গার্লস স্কল পাড়ার উর্মিলী বেওয়ার হাতে কম্বল তুলে দিয়ে তাঁরা কার্যক্রমের সুচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন যুব ফোরাম সদস্য শ্যামল রবিদাস, পাখি রবিদাস, ঐশী খাতুন, বিএসডিও’র প্রজেক্ট অ্যাসিসটেন্ট সুমিতা রাণী, উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী প্রমুখ।

এ বিষয়ে যুব ফোরাম সদস্য শ্যামল রবিদাস জানান, আমরা মহাদেবপুর উপজেলার ২০ জন যুবক বিএসডিও-গেটকা প্রকল্প আয়োজিত জলবায়ু ন্যায়বিচার ও উদ্ভাবন বিষয়ক দিনব্যাপি কর্মশালায় যোগদান করি। এই কর্মশালা থেকে আমরা জলবায়ু পরিবর্তনের জন্য প্রান্তিক জনগোষ্ঠীর জীবণ ও জীবিকার উপর যে প্রভাব পড়ছে সে বিষয়ে জানতে পারি এবং পরিবেশ এর ভারসাম্য সুরক্ষায় বৃক্ষরোপণ, প্রাকৃতিক সারের ব্যবহার বিষয়ে মানুষকে উদ্বুদ্ধকরণসহ নানা কার্যক্রম হাতে নিই। এ বছর ব্যাপক শীত পড়ায় দুঃস্থ মানুষকে সুরক্ষার জন্য কম্বল বিতরণের চিন্তা আমাদের মাথায় আসে। আমাদের কোন ফান্ড না থাকায় নিজেরা চাঁদা তুলে আপাতত ৬টি কম্বল কিনেছি এবং দুঃস্থ মানুষ খুঁজে বের করে বিতরণ করছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। বিএসডিও’র উপজেলা কো-অর্ডিনেটর ময়না রাণী জানান, বাংলাদেশস্থ সুইজারল্যান্ড দুতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়নে বেসরকারী উন্নয়ন সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) ও ওয়েভ ফাউন্ডেশন অংশীদারিত্বের ভিত্তিতে নওগাঁ জেলার মহাদেবপুর, সাপাহার ও মান্দা উপজেলার ১৮টি ইউনিয়নে ৩০ মাস মেয়াদী জেন্ডার ইক্যুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন  (গেটকা) প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের অন্যতম কাজ হলো জলবায়ু পরিবর্তন এর প্রভাব বিষয়ে মানুষকে সচেতন করা এবং যুব সমাজের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে অভিযোজন মডেল দাঁড় করানো।